Wellcome to National Portal
এনএটিপি বিএআরসি অঙ্গ কৃষি মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০১৯

মনিটরিং অফ পিবিআরজি উপ-প্রকল্প শীর্ষক কর্মশালা


প্রকাশন তারিখ : 2019-06-25

 

 বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট,এনএটিপি-২ ১৭-১৮ জুন,২০১৯ তারিখে 'মনিটরিং অফ পিবিআরজি উপ-প্রকল্প' শীর্ষক কর্মশালা বিএআরসি এর অডিটোরিয়াম এ আয়োজন করে | কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান জনাব ড. এসম আনওয়ারুল হক ( চলতি দায়িত্ব প্রাপ্ত)  এবং বিশেষ অতিথি ছিলেন এনএটিপি-২ প্রকল্প উপ পরিচালক জনাব ড. মনজুর হাসান ভূইয়াঁ | ড.মিয়া সাঈদ হাসান, ডাইরেক্টর পিআইইউ-বিএআরসি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন | প্রতিটি মনিটরিং ও এভালুয়েশন দল এর দল প্রধান এবং প্রতিনিধিগণ গত বছরের  অর্থনৈতিক অগ্রগতি এবং মাঠ পর্যায়ে প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পিআইগণ (প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর) যে অসুবিধার সম্মুখীন হয়েছেন সেসব বিষয় সহ পিবিআরজি সাব প্রজেক্ট সমূহের বর্তমান অবস্থা এবং অগ্রগতি উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও কর্মশালাতে প্রতিদিন ২ টা করে মোট ৪ টা টেকনিক্যাল সেশনে বিভক্ত করা হয়। প্রথম টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন  ড. এ.এস.এম আনোয়ারুল হক, সদস্য-পরিচালক (এনআরএম), বিএআরসি এবং দ্বিতীয় সেশনে  সভাপতিত্ব করেন ড. মো: আজিজ জিলানী চৌধুরী, সদস্য-পরিচালক (শস্য), বিএআরসি।  দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হয় তৃতীয় টেকনিক্যাল  সেশন দিয়ে যেখানে  সভাপতিত্ব করেন ড. সুলতান আহামদ, সদস্য-পরিচাৱলক (এনআরএম) বিএআরসি । চতুর্থ টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন ড. মিয়া সাঈদ হাসান, পরিচালক, পিআইইউ-বিএআরসি। 

 

 

বিভিন্ন ডিসিপ্লিনের ৬ জন অভিজ্ঞ সদস্যগণ যারা টেকনিকাল পেপার সমূহ বিশেষ ভাবে  রিভিউ করেছেন তাদেরকে  আমন্ত্রণ জানানো হয় | তারা উপস্থাপিত প্রতিটি প্রকল্পের উপর তাদের মূল্যবান মন্তব্য এবং পরামর্শ প্রদান করেন। সংশ্লিষ্ট সকল পিআই এবং কো-পিআইগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অভিজ্ঞ সদস্যগণ সহ কর্মশালায় অংশগ্রহণকারীদের মন্তব্য সমূহ সংগ্রহ ও একত্রিত করে তা পিআইউ-বিএআরসি এর মনিটরিং ও এভালুয়েশন স্পেশালিস্ট এর কাছে  সংরক্ষন করা হয় |