কৃষিবিদ ড. মোঃ হারুনূর রশীদ ০১ জুন ২০২০ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রকল্প বাস্তবায়ন ইউনিট, এনএটিপি-২ এর পরিচালক পদে যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি একই প্রতিষ্ঠানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য) (চলতি দায়িত্ব) এর দায়িত্ব পালন করেন।
ড. রশীদ ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি (সম্মান) এবং ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় হতে কৃষিতত্ত্বে এমএসসি (এজি) ডিগ্রি অর্জন করেন। তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বৃত্তি নিয়ে ও ইরির তত্ত্বাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. রশীদ ১৯৯৫ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীতে সহকারি বিশেষজ্ঞ হিসাবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে ১৯৯৮ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর রাইস ফার্মিং সিস্টেমস বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ২০০৬ সালে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন । এ পদে থাকাকালে লিয়েনে ইরিতে ক্রপিং সিস্টেমস স্পেশালিস্ট হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। ড. রশীদ ২০১৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি কাউন্সিলের পরিচালক (জনশক্তি ও প্রশিক্ষণ) এর দায়িত্ব পালন করেন। গবেষণা কার্যক্রমের বাইরে ড. রশীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজী ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ে কো-সুপারভাইজার এর দায়িত্ব পালন করছেন।
ড. রশীদ ৬টি বইয়ের লেখক এবং এ পর্যন্ত ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালসহ বিভিন্ন জাতীয় ও আন্তার্জাতিক জার্নালে তাঁর ৬০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. রশীদ দেশ ও দেশের বাইরে কৃষি গবেষণা সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। গত দুই দশকের বেশি সময়ে তিনি গবেষণা ও উন্নয়ন সংশ্লিষ্ট কাজে থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, লাওস, কম্বোডিয়া, ভারত, নেপাল, ভূটান, শ্রীলংকা, উরুগুয়ে, ইতালি, সিংগাপুর এবং অস্ট্রেলিয়া ভ্রমন করেছেন।
ড. মোঃ হারুনূর রশীদ ১৯৬৭ সালে ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন হাসাদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা জনাব মোঃ ইন্তাজ আলী সরকার একজন আদর্শ পশু চিকিৎসক ও মাতা হাজেরা খাতুন একজন গৃহিনী। ড. রশীদের স্ত্রী তাছলিমা খানম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক পদে নিয়োজিত আছেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক ।