Wellcome to National Portal
এনএটিপি বিএআরসি অঙ্গ কৃষি মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুলাই ২০১৯

এনএটিপি-২ প্রকল্পে বিশ্ব ব্যাংকের Technical Mission এর আগমন


প্রকাশন তারিখ : 2019-07-17

 

এনএটিপি-২ প্রকল্পে বিশ্ব ব্যাংকের Technical Mission গত ১৪ ও ১৫ জুলাই, ২০১৯ বিএআরসিতে  প্রকল্প বাস্তবায়ন এর অগ্রগতি পর্যালোচনা করতে আগমন করেন। ১৪ ই জুলাই, ২০১৯ বিএআরসি এর ১ নং সভাকক্ষে সকাল ১০:০০ ঘটিকায় আলোচনা শুরু হয়। সভায় প্রকল্প পরিচালক ,প্রকল্প উপ-পরিচালক,এনএটিপি-২ এর সকল Component এর পরিচালকগণ, মিশন সদস্যগণ এবং সকল Component এর সদস্যবৃন্দ ও বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। প্রথমে প্রকল্প পরিচালক জনাব সনত কুমার সাহা স্বাগত বক্তব্য রাখেন | অতঃপর তিনি মিশন প্রধান কে মিশনের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেবার এবং  মিশনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করার জন্য অনুরোধ করেন | মিশন প্রধান MS. Izabela Leao মিশনের সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন এবং মিশন কার্যক্রমের উদ্দেশ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। পরবর্তিতে সভায় উপস্থিত সকলের পরিচয় পর্বের পর পিএমইউ সেক্টর কোঅর্ডিনেটর ড.রাজ্জাক প্রকল্পের সকল কম্পোনেন্ট এর অগ্রগতি সামগ্রিকভাবে আলোচনা করেন | অতঃপর, কম্পোনেন্ট এর পরিচালকগণ  নিজ নিজ কম্পোনেন্ট এর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

 

গত ১৫ই জুলাই, বিএআরসি ট্রেনিং বিল্ডিং এ Fiduciary and Safeguard,Procurement, ICT and Communication, M&E and Result Framework নিয়ে পৃথক পৃথক আলোচনা সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশন সমূহে পিএমইউ এর কনসালটেন্টগণ সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্পের  কাজের অগ্রগতি সামগ্রিকভাবে উপস্থাপন করেন | মধ্যাহ্ন বিরতির পর  MS. Zhe Ex ACT Data Questionaire এর উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন |

 

গত ১৬ই জুলাই প্রকল্পের প্রতিটি Component এর পরিচালকগণ, Monitoring and Evaluation, ICT & Communication, Procurement, Finance এর বিশেষজ্ঞগণ বিশ্ব ব্যাংকে  Result Framework and M&E এর উপর একটি কর্মশালায় অংশগ্রহণ করেন। ঐ দিন বিভিন্ন টীম এর সাথে মিশন সদস্যদের পৃথক পৃথক মিটিং সেশন অনুষ্ঠিত হয় |