বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি প্রতিনিধি দল ICT in Library Management and Archiving শীর্ষক শিক্ষা সফরে অষ্ট্রেলিয়া গিয়েছে । সফরের উদ্দেশ্য হলো কৃষিতে ICT এর ব্যবহার বাড়াতে নার্স প্রতিষ্ঠানসমূহের সফরে অংশগ্রহণকারীগণের জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধন করা।
এই শিক্ষা সফর ১লা জুলাই State Library Victoria পরিদর্শনের মাধ্যমে আরম্ভ হয় । দলটি ২রা জুলাই Commonwealth Science and Industrial Research Organization (CSIRO), Information Services and Royal Melborne Institute of Technology (RMIT) এর লাইব্রেরী পরিদর্শন করেন।
প্রোগ্রামটি ৩রা জুলাই Department of Primary Industries , ৪ঠা জুলাই Department of Information Services (DPI) an State Library of NSW এবং ৫ জুলাই Australian Library and Information Association (ALIA) ও National Library of Australia পরিদর্শনের মাধ্যমে চলমান থাকে।
প্রোগ্রামে অংশগ্রহণ করেন ড. সুস্মিতা দাস, প্রিন্সিপাল ডকুমেন্টেশন অফিসার, বিএআরসি, হাসান মো: হামিদুর রহমান, পরিচালক, কম্পিউটার ও জিআইএস ইউনিট, বিএআরসি, মো: সাইফুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই, মো: মহশীন আহমেদ চৌধুরী, লাইব্রেরিয়ান, কৃষি মন্ত্রণালয়, পলাশ কুমার রায়, সহকারী প্রোগ্রামার, কৃষি মন্ত্রণালয়, মো: শহিদ উদ্দিন ভূইয়া, সিষ্টেম এনালিস্ট, কম্পিউটার ও জিআইএস ইউনিট, বিএআরসি, ও ছালেহা খাতুন, সিনিয়র লাইব্রেরিয়ান, বিএআরসি।
প্রোগ্রামটি, সফরে অংশগ্রহণকারীগণকে, ICT in Library Management and Archiving এর উপর উন্নত জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে।