Wellcome to National Portal
এনএটিপি বিএআরসি অঙ্গ কৃষি মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০১৯

পিবিআরজি উপ-প্রকল্পের বার্ষিক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-06-24

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এগ্রোফরেস্ট্রি ইউনিট, এনআরএম বিভাগ এর আয়োজনে ২৩  জুন,২০১৯ তারিখে পিবিআরজি উপ-প্রকল্প "German Conservation and Farm Productivity Enhencement Through Integrating Shade Trees in Tea based Agroforestry System" এর বার্ষিক পর্যালোচনা কর্মশালা প্রশিক্ষণ বিল্ডিং এর ৩০১ নং কক্ষে অনুষ্ঠিত হয় | কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান জনাব ড.কবির ইকরামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন NATP-2,PIU-BARC এর পরিচালক জনাব ড. মিয়া সাঈদ হাসান | ড.এম সাইফুল্লাহ, মুখখো বৈজ্ঞানিক কর্মকর্তা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে বার্ষিক পর্যলোচনা কর্মশালা শুরু হয়ে উদ্বোধনী,কারিগরি ও সমাপনী সেশন  অনুষ্ঠিত হয় | কর্মশালায় উপ-প্রকল্পের প্রধান গবেষক,সহকারী গবেষক,পরামর্শকবৃন্দ এবং বিএ আরসি'র সংশ্লিষ্ট বিভাগের বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন | কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাকৃতিক সম্পদ বিভাগের সদস্য পরিচালক জনাব ড. সুলতান আহমেদ |

 

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এগ্রোফরেস্ট্রি ইউনিট, এনআরএম বিভাগ এর আয়োজনে ২৪ জুন,২০১৯ তারিখে পিবিআরজি উপ-প্রকল্প "Upliftment of Farmers Livelihood and Enrichment of Environment through Improved Agroforestry Practices in Char Land Ecosystem of Bangladesh" এর বার্ষিক পর্যালোচনা কর্মশালা প্রশিক্ষণ বিল্ডিং এর ৩০১ নং কক্ষে অনুষ্ঠিত হয় | কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান জনাব ড.কবির ইকরামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন NATP-2,PIU-BARC এর পরিচালক জনাব ড. মিয়া সাঈদ হাসান | ড.এম সাইফুল্লাহ, মুখখো বৈজ্ঞানিক কর্মকর্তা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে বার্ষিক পর্যলোচনা কর্মশালা শুরু হয়ে উদ্বোধনী,কারিগরি ও সমাপনী সেশন  অনুষ্ঠিত হয় | কর্মশালায় উপ-প্রকল্পের প্রধান গবেষক,সহকারী গবেষক,পরামর্শকবৃন্দ এবং বিএ আরসি'র সংশ্লিষ্ট বিভাগের বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন | কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাকৃতিক সম্পদ বিভাগের সদস্য পরিচালক জনাব ড. সুলতান আহমেদ |

 

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সয়েল ইউনিট, এনআরএম বিভাগ এর আয়োজনে ২৫ জুন,২০১৯ তারিখে পিবিআরজি উপ-প্রকল্প 'Determination of Critical Limit of Nutrients for Soils and Crops' এর বার্ষিক পর্যালোচনা কর্মশালা প্রশিক্ষণ বিল্ডিং এর ৩০১ নং কক্ষে অনুষ্ঠিত হয় | কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান জনাব ড.কবির ইকরামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন NATP-2,PIU-BARC এর পরিচালক জনাব ড. মিয়া সাঈদ হাসান | ড.এমডি. বখতিয়ার হোসেইন, ডাইরেক্টর (এম ও টি ) এর স্বাগত বক্তব্যের মাধ্যমে বার্ষিক পর্যলোচনা কর্মশালা শুরু হয়ে উদ্বোধনী,কারিগরি ও সমাপনী সেশন  অনুষ্ঠিত হয় | কর্মশালায় উপ-প্রকল্পের প্রধান গবেষক,সহকারী গবেষক,পরামর্শকবৃন্দ এবং বিএ আরসি'র সংশ্লিষ্ট বিভাগের বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন.কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাকৃতিক সম্পদ বিভাগের সদস্য পরিচালক জনাব ড. সুলতান আহমেদ| টেকনিকাল সেশন এ সভাপতিত্ব করেন ড.এমডি. ইদ্রিস আলী, প্রাক্তন ডিজি,বিনা|

 

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সয়েল ইউনিট, এনআরএম বিভাগ এর আয়োজনে ২৬ জুন,২০১৯ তারিখে পিবিআরজি উপ-প্রকল্প ‘ Improvement of soil health and crop productivity of major problem soils of Bangladesh through organic amendments’ এর বার্ষিক পর্যালোচনা কর্মশালা প্রশিক্ষণ বিল্ডিং এর ৩০১ নং কক্ষে অনুষ্ঠিত হয় | কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান জনাব ড.কবির ইকরামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন NATP-2,PIU-BARC এর পরিচালক জনাব ড. মিয়া সাঈদ হাসান | কর্মশালায় উপ-প্রকল্পের প্রধান গবেষক,সহকারী গবেষক,পরামর্শকবৃন্দ এবং বিএ আরসি'র সংশ্লিষ্ট বিভাগের বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন | কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাকৃতিক সম্পদ বিভাগের সদস্য পরিচালক জনাব ড. সুলতান আহমেদ| টেকনিকাল সেশন এ সভাপতিত্ব করেন প্রফেসর ড. সিরাজুল হক (DU)|


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon