Wellcome to National Portal
এনএটিপি বিএআরসি অঙ্গ কৃষি মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জুলাই ২০১৯

পিআইইউ-বিএআরসি,এনএটিপি-২ কর্তৃক অস্ট্রেলিয়ায় "ICT in Library Management & Archiving" শীর্ষক শিক্ষা সফর বাস্তবায়িত


প্রকাশন তারিখ : 2019-07-30

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি প্রতিনিধি দল ICT in Library Management and Archiving শীর্ষক শিক্ষা সফরে অষ্ট্রেলিয়া গিয়েছে । সফরের উদ্দেশ্য হলো কৃষিতে ICT এর ব্যবহার বাড়াতে নার্স প্রতিষ্ঠানসমূহের সফরে অংশগ্রহণকারীগণের   জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধন করা।

 

এই শিক্ষা সফর ১লা জুলাই State Library Victoria পরিদর্শনের মাধ্যমে আরম্ভ হয় । দলটি ২রা জুলাই Commonwealth Science and Industrial Research Organization (CSIRO), Information Services and Royal Melborne Institute of Technology (RMIT) এর লাইব্রেরী পরিদর্শন করেন।

 

প্রোগ্রামটি ৩রা জুলাই Department of Primary Industries , ৪ঠা জুলাই Department of Information Services (DPI) an State Library of NSW এবং ৫ জুলাই Australian Library and Information Association (ALIA)  ও  National Library of Australia  পরিদর্শনের মাধ্যমে চলমান থাকে।

 

 

প্রোগ্রামে অংশগ্রহণ করেন ড. সুস্মিতা দাস, প্রিন্সিপাল ডকুমেন্টেশন অফিসার, বিএআরসি, হাসান মো: হামিদুর রহমান, পরিচালক, কম্পিউটার ও জিআইএস ইউনিট, বিএআরসি, মো: সাইফুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই, মো: মহশীন আহমেদ  চৌধুরী, লাইব্রেরিয়ান, কৃষি মন্ত্রণালয়, পলাশ কুমার রায়, সহকারী প্রোগ্রামার, কৃষি মন্ত্রণালয়, মো: শহিদ উদ্দিন  ভূইয়া, সিষ্টেম এনালিস্ট, কম্পিউটার ও জিআইএস ইউনিট, বিএআরসি, ও ছালেহা খাতুন, সিনিয়র লাইব্রেরিয়ান, বিএআরসি।  

 

প্রোগ্রামটি, সফরে অংশগ্রহণকারীগণকে, ICT in Library Management and Archiving এর উপর উন্নত জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon